তারাবিহ নামাজের দোয়া প্রত্যেক মুসলমানের জানা থাকা অত্যান্ত জুরুরী কেন না। তারাবিহ নামাজ রমজানের গুরুত্বপূর্ণ নামাজ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা হল যে, মহান আল্লাহ মাসের দিনের বেলায় এবং মাসের কিয়াম ও রাতের (নফল) নামায আদায় করার মাধ্যমে রোযা ফরজ করেছেন। এশার নামাজের পর তারাবীহ পড়া হবে। দুআ ও তারাবীহ নামায পেশ করা হোল
তারাবীহ নামাযের ফজিলত
তারাবীহ নামায গুনাহ মাফের অন্যতম উপায়। রমজানে তারাবীহ বা তাহাজ্জুদ নামায পড়লে অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাদিসে আছে
তারাবির নামাজের দোয়া
তারাবীহ নামায দুই রাকাতে পড়তে হবে। প্রতি দুই রাকাতে চার রাকাত পড়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। এই বিরতির সময় মুসল্লিরা তাসবীহ-তাহলীল পড়েন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন। অনেকে ৪ রাকাত পরে সাধারণ নামাজ পড়েন। এটাই..
আরবিতে :
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
বাংলা উচ্চারণ :
সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।
আমরা সাধারনত তারাবিহ নামাজের দোয়া না জানার কারনে চুপ করে থাকি কিন্তু যারা পড়তে পারেন কিন্তু ইমাম সাহেবের সাথে উচ্চস্বরে মধুর ধনিতে পড়ে থাকেন। আমরা যারা এখনো পড়তে পারি না তারা চাইলে এখান থেকে সহজে মুখস্ত করে নিতে পারি।